Header Ads

Header ADS

অন্তর্লোকে দীপ্ত তোমার স্মৃতি

এই শহর আমাকে শ্বাসরুদ্ধ করে রাখে, তবু তোমার স্মৃতি আমাকে বাঁচিয়ে রাখে। তোমাকে ছাড়া সবকিছুই নিষ্প্রাণ, সব স্বপ্নই নিস্তব্ধ, সবকিছুই নিষ্প্রয়োজন। আজকাল পাহাড়ের বিশালতা আমাকে আর টানে না, সমুদ্রের গর্জনও হৃদয়ে সাড়া জাগায় না; শুধু তোমার নামটাই আমার অন্তরবীণায় এক অমর সুরের মূর্ছনা।

No comments

Powered by Blogger.