Header Ads

Header ADS

শুভ্রবসনা

সুদূর আকাশ, উড়োজাহাজের জানালাও যেখান পর্যন্ত পৌঁছাতে পারে না, অত দূর পর্যন্ত দৃষ্টি মেললেই তোমাকে ধরা যায়। অবশ্য আমার স্বল্প দৃষ্টিসীমার কারণে চোখে লাগানো চশমায় অত আলো নেই যে চাঁদের কাছাকাছি চোখ মেলে তোমাকে দেখব। অগত্যা উপায় না পেয়ে চোখ মেলি চারুকলায়। দৃষ্টির সমস্ত সীমাবদ্ধতা পেরিয়ে তুমি আমাকে ধরা দাও চিত্রের অসহ্য বর্ণময়তায়, মায়ায়। যেখানে আমাকে ও তোমাকে ছাড়া আর কিছুই দৃশ্যমান হয় না। ভালোবাসি তোমাকে।

No comments

Powered by Blogger.