প্রত্যাশা বুকে নিয়ে বেঁচে থাকি
ঝাপসা চোখে চারদিকে দেখা যায় শুধুই দুঃখবোধ, দুঃস্বপ্নের আগল ডিঙানো ততটা সহজবোধ্য নয় সেখানে শুধুই বিরামহীন ভাঙনের নিদারুণ খেলা নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা দুর্ভেদ্য মনে হয়। অনিবার্য কারণে ভাগ্য বরাবরই ছলচাতুরি করে ক্লান্ত দেহ আচমকা নেতিয়ে পড়ে প্রবল হতাশায়, অপার কষ্টের ভার নিয়ে বেঁচে থাকা যেন নিরর্থক তবু প্রত্যাশা বুকে নিয়ে বেঁচে থাকি।
No comments