বাংলা - ষষ্ঠ শ্রেণি
![]() |
| বাংলা - ষষ্ঠ শ্রেণি |
নাটক
নাটকের বৈশিষ্ট্য:
১. নাটক সাধারণত গদ্যে লেখা হয়।
২. নাটকে একটি কাহিনি থাকে।
৩. নাটকে সংলাপ থাকে।
৪. সংলাপ বলার জন্য চরিত্র থাকে।
৫. সংলাপ বলার মাধ্যমে নাটকের কাহিনি এগিয়ে যায়।
৬. অভিনয়ের উপযোগী হতে হয়।
৭. নাটক কয়েকটি দৃশ্যে বিভক্ত থাকে।
৮. একটি আদর্শ নাটকে পাঁচটি অঙ্ক থাকে।
৯. নাটক দেখা যাবে ও শোনা যায়।
১০. নাটক অবশ্যই মঞ্চস্থ হতে হয়।
নাটকের উপাদান:
নাটকের প্রধান উপাদান চারটি।
যথা– ১. কাহিনি, ২. চরিত্র, ৩. সংলাপ ও

No comments